Print Date & Time : 26 August 2025 Tuesday 1:38 pm

বিপিএল এর নতুন ভেন্যু হচ্ছে রাজশাহী

মোঃ ফয়সাল আলম রাজশাহী প্রতিনিধি: বিপিএল এর নতুন ভেন্যু হচ্ছে রাজশাহী।

রাজশাহীর শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে নতুন ফ্লাডলাইট লাগানো হবে। একই সঙ্গে রাজশাহীতে বিপিএল এর খেলা আয়োজনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বুধবার (১২ জুন) জাতীয় সংসদ ভবনে সাক্ষাৎকালে বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটনকে নতুন ফ্লাডলাইট স্থাপন ও রাজশাহীতে বিপিএল এর খেলা আয়োজনের সিদ্ধান্তের কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী নাজমুল হাসান পাপন, এমপি।

এ ব্যাপারে রাসিক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন বলেন, বুধবার জাতীয় সংসদ ভবনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের মন্ত্রী নাজমুল হাসান, এমপির সাথে আমার সাক্ষাত হয়।

এ সময় তিনি শহীদ এএইচএম কামারুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে নতুন ফ্লাডলাইট লাগানো এবং বিপিএল এর খেলা আয়োজনের কথা জানান। নিঃসন্দেহে এটি ক্রীড়াপ্রেমীসহ রাজশাহীবাসীর জন্য আনন্দের খবর।

দৈনিক দেশতথ্য//এইচ//