শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট: বিপুল পরিমান ফেন্সিডিল ও গাঁজাসহ মছির উদ্দিন দুলাল(২২) নামে এক ছাত্রদল নেতা কে র্যাব আটক করেছে।
সে লালমনিরহাটের হাতীবান্ধা সরকারী আলিমুদ্দিন কলেজ ছাত্রদলের আহবায়ক কমিটির আহবায়ক বলে জানা গেছে।
আজ শনিবার তাকে কাউনিয়া থানা পুলিশ রংপুর জেল হাজতে পাঠায়।
কাউনিয়া থানা পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রংপুরের কাউনিয়া উপজেলার বালাপাড়া সুফিয়া পাম্প সংলগ্ন এলাকা থেকে ৪০ বোতল ফেন্সিডিল ও ৫ কেজি ৩ শত গ্রাম গাঁজা সহ ছাত্রদল নেতা মছির উদ্দিন দুলাল র্যাবের হাতে আটক করে কাউনিয়া পুলিশে সোর্পদ করেছে।
এ ঘটনায় তার বিরুদ্ধে কাউনিয়া থানায় মাদক দ্রব্য পাচার আইনে মামলা দায়ের হয়েছে। আটক মছির হোসেন দুলাল লালমনিরহাট জেলার হাতীবান্ধা উপজেলার গড্ডিমারী ইউনিয়নের ৯নং ওয়ার্ডের বাসিন্দা। কাউনিয়া থানার ওসি এসএম শরিফ জানান, আটক মছির উদ্দিন দুলালকে আদালতে সোপর্দ করা হয়েছে।