শেখ সুদীপ্ত শাহীন, লালমনিরহাট থেকে:
জেলার হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামের বিয়ের বাড়িতে গান বাজানোয় প্রতিবেশীর লোকজন বিয়ে বাড়িতে হামলা করেছে।
এ সময় প্রতিপক্ষের হামলায় কনেসহ অন্তত ১০ জন আহত হয়েছে।
উভয় পক্ষের আহতরা হলেন— উপজেলার বড়খাতা রমনীগঞ্জ গ্রামের আব্দুর রহমান (৪৫), তার স্ত্রী সাহিনা আক্তার সাইনা (৪০), তার মেয়ে বিয়ের কনে রুমানা আক্তার লিমা (১৯), ছেলে সাকিল (২২), সাইদের স্ত্রী হালিমা বেগম । প্রতিপক্ষের একই গ্রামের প্রতিবেশী আমির আলী (৫৫), রুহুল আমিন (২০), সাইফুল ইসলাম (১৪) ও নজরুল ইসলাম (৩৫)। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকালে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, বিয়ের আনুষ্ঠান সাইন্ড সিষ্টেমে গান বাজনা চলছিল। এসময় প্রতিবেশী আমির আলীর বাড়িতে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। গান বাজনার কারণে মিলাদ মাহফিলে বিঘ্ন ঘটে। এই অজুহাতে বিয়ে বাড়িতে হামলা করা হয়।
খবর পেয়ে হাতীবান্ধা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ও আহতদের উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করে।
আহত বিয়ের কনে রুমানা আক্তার লিমা বলেন, ঘটনাটি প্রতিবেশী আব্দুর রহমান পরিকল্পিত ভাবে ঘটিয়েছে। বিয়ে বাড়িতে হামলা ও ভাঙচুর চালিয়ে অতিথিদের জন্য রান্না করা খাবার ফেলে দিয়ে নষ্ট করে দেয়া হয়। প্রতিপক্ষ আমির আলীর দাবি গান বাজনার কারণে বাড়িতে মিলাদ মাহফিলে সমস্যা সৃষ্টি হয়। সাউন্ড কমাতে বলায় তারা উল্টো সাউন্ড বাড়িয়ে দেয় গালমন্দ করে। এ নিয়ে বাকবিতন্ডায় তারা হামলা করে।
হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা মেডিকেল অফিসার ড. আল আকসা বলেন, আহতদের ১০ জনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে। সকলে শঙ্কামুক্ত রয়েছেন।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়। উভয় পক্ষের আহতদের হাসপাতালে এনে চিকিৎসার ব্যবস্থা করতে ভর্তি করা হয়েছে। এখন পর্যন্ত কোন পক্ষের অভিযোগ পাইনি।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post