পটুয়াখালীর কলাপাড়ায় জেলা পরিষদের নারী জনপ্রতিনিধি বিলকিস জাহান কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছে কলাপাড়া প্রেসক্লাব।
আজ রবিবার (৩ সেপ্টেম্বর) রাত সাড়ে আটটায় কলাপাড়া প্রেসক্লাবের ইঞ্জিনিয়ার তৌহীদুর রহমান মিলনায়তনে বিলকিস জাহান কে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবির ও সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু।
পরে প্রেসক্লাব সভাপতি মোঃ হুমায়ুন কবিরের সভাপতিত্বে ও সম্পাদক এসএম মোশারেফ হোসেন মিন্টু’র সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মেজবাহ উদ্দিন মান্নু, সাবেক সম্পাদক মোহসীন পারভেজ, সাংবাদিক এনামুল হক, গোফরান পলাশ, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ ইউসুফ আলী প্রমূখ।
অনুষ্ঠানে অভিনন্দিত নারী জনপ্রতিনিধি বিলকিস জাহান বলেন, ‘সাংবাদিকরা সমাজের দর্পণ। আজ আপনারা আমাকে যে সন্মান দেখালেন এজন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আমাকে আপনারা দিক নির্দেশনা দিবেন।’
অনুষ্ঠানের শেষে প্রেসক্লাবের উন্নয়নে জেলা পরিষদ থেকে ১ লক্ষ টাকা অনুদান প্রেসক্লাব কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করেন বিলকিস জাহান।
দৈনিক দেশতথ্য//এইচ/

Discussion about this post