Print Date & Time : 12 September 2025 Friday 4:47 pm

বিশ্বনাথে অস্ত্রসহ তিন ডাকাত আটক

 সিলেটের বিশ্বনাথে ডাকাতির সরঞ্জাম ও অস্ত্রসহ ৩ ডাকাতকে আটক করেছে পুলিশ। বুধবার দিবাগত গভীর রাতে উপজেলার অলংকারী ইউনিয়নের কালা শাহ মাজারের পাশে অভিযান পরিচালনা করে ডাকাতির সরঞ্জামসহ তাদেরকে আটক করা হয়।

আটককৃতরা হলেন-সিলেট শাহ পরান থানার দাসপাড়া টিলা বাড়ি গ্রামের মৃত জিয়াউল করে ছেলে এহিয়া আহমদ (২৩), জৈন্তাপুর থানার ঘাটেরচটি গ্রামের মৃত আব্দুল গণির ছেলে দুলাল মিয়া (২৭) ও দক্ষিণসুরমা থানার কদমতলী পূর্বের বাড়ি স্বর্ণশিখা ১২৭নং বাসার বাসিন্দা রফিক মিয়ার ছেলে শাকিল মিয়া (সৌখিন) (৩২)।

বিষয়টি নিশ্চিত করে বিশ্বনাথ থানার ওসি রমা প্রসাদ চক্রবর্তী জানান, এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ডাকাতি ও মাদকসহ একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়েরের পর বিকেলে আদালতে প্রেরণ করা হয়েছে।

তিনি আরও জানান, আটককালে ওই তিনজনের কাছ থেকে নাম্বার বিহীন একটি পিকআপ ট্রাক, ওয়ারসহ ওয়েলডিং মেশিন ১টি, গ্রান্ডার মেশিন ১টি, ২টি রেঞ্চ, প্লাস কাটার ২টা, স্ক্রু ড্রাইভার ৩টি, ঢালি রেঞ্চ ২টি, রিং রেঞ্চ ১টি, টেষ্টার ১টি, জিআই পাইপ ১টি, স্টীল পাইপ ১টি, গ্রীল বা তালা ভাঙার লোহার রড ৪টি, দা ১টি, রেগার ১টি, চাইনিজ কুড়াল ১টি, তালা কাটার ২টি ও কালো রংয়ের মুখোঁশ ২টি।

সোহাগ//দৈনিক দেশতথ্য//ডিসেম্বর ২৮,২০২৩//