Print Date & Time : 10 May 2025 Saturday 11:29 am

বিশ্ব ইজতেমা ময়দানে মুসল্লিদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

রাকিবুল ইসলাম তনু,পটুয়াখালী: ভারতের সাদ কান্ধলভীর অনুসারী সা’দপন্থীদের হামলার প্রতিবাদে পটুয়াখালী জেলা ওলামা মাশায়েখের আয়োজনে শুক্রবার(২০ডিসেম্বর) দুপুরে পটুয়াখালী জেলা মডেল মসজিদ প্রাঙ্গণে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, গত ১৮ ডিসেম্বর গভীর রাতে আমলরত একটি মাদ্রাসায় সা’দপন্থীদের হামলায় চারজন তাবলীগে অংশগ্রহণকারী নিহত হন এবং বহু মানুষ আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
“সা’দপন্থীদের সন্ত্রাসী কার্যক্রম বন্ধে সরকারকে কঠোর পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি, মুসলিম উম্মাহর ঐক্য ও শান্তি বজায় রাখতে সবাইকে সজাগ থাকতে হবে।”

বিক্ষোভ কর্মসূচিতে মাওঃ আব্দুল হক কাওসারীর সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা তাবলীগ জামাতের মুরব্বি মাওলানা আবু তাহের, জেলা ইমাম পরিষদের সভাপতি মাওলানা আবু সাঈদ, জেলা জমিয়াতুল ওলামা ইসলামের সভাপতি মোঃ আব্দুল হক কাওসারী অন্যান্য মুসুল্লিরা।

সমাবেশ শেষে একটি প্রতিবাদ মিছিল বের করে মুসল্লিরা। মিছিলটি পটুয়াখালী মডেল মসজিদ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে জেলা প্রশাসকের বাসভবনে গিয়ে শেষ হয়। মিছিল শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।