প্রভাষক রীতা গুপ্তা, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:
দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক চাপায় পিষ্ট হয়ে দীপু রায় (৩০) ও মাধব রায় (২৪) নামের দুইজন মোটরসাইকেলের আরোহী নিহত হয়েছেন।
ঘটনার পরপরিই (ঢাকা মেট্রো ট ২৪-৫২৬১) ট্রাকের চালক রিপন ও হেলপার নয়ন রায় পালিয়ে গেছে।
নিহত দীপু রায় দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার মাশালপুর গ্রামের গ্রামের বাসিন্দর এবং নিহত মাধব রায় একই গ্রামের কৈশিক রায় মাস্টারের ছেলে।
ঘটনাটি ঘটেছে, আজ শুক্রবার (২০ ডিসেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা-পঞ্চগড় মহাসড়কের বীরগঞ্জ উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাট এলাকায়।
স্থানীয়রা জানান, (ঢাকা মেট্রো ট ২৪-৫২৬১) ট্রাকটি সকালে ঠাকুরগাঁও থেকে আসার পথে কবিরাজহাট এলাকায় আসলে মোটরসাইকেলকে চাপা দেয় । এতে ঘটনাস্থলেই মাধব রায়ের (২৪) মৃত্যু হয়।অপর আরোহী দীপু রায়কে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে চিকিৎসাধিন অবস্থায় তারও মৃত্যু হয়।
দশ মাইল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি ওমর ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঠাকুরগাঁও জেলার নারগুন খেজুর বাগান থেকে বাড়ি ফেরার পথে উপজেলার ভোগনগর ইউনিয়নের কবিরাজহাটে ট্রাক এবং মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। ঘটনাস্থলেই মাধব রায় নামে ১জন নিহত হন, পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছে।
বীরগঞ্জ থানার ওসি মো. আব্দুল গফুর জানান, ঘাতক ট্রাককে আটক করা হয়েছে। সেখানে যান চলাচল স্বাভাবিক করে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে। ঘাতক ট্রাকটি জব্দ করে হাইওয়ে পুলিশের কাছেহস্তান্তর করা হয়েছে। তবে ট্রাকের চালক ও তার সহকারী পালিয়ে গেছেন।