শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট: জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক, পরপর ৭ বারের কমলাবাড়ি ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা সামছুর ইসলাম সুরুজ এর ২১ তম শাহাদাৎ বাষির্কী আজ রবিবার পালিত হয়েছে।
শাহাদাৎ বাষির্কী উপলক্ষ্যে জেলার আদিতমারী উপজেলার কমলাবাড়ি ইউনিয়নের চরিতা বাড়িতে বীরমুক্তিযোদ্ধা সমছুল ইসলাম সরুজের স্বরণে স্মৃতিসৌধ্যে পুষ্পস্তাবক অর্পন করেন তার পরিবার, সহযোদ্ধা ও স্থানীয় আওয়ামলীগের নেতাকর্মীগণ।
সকালে হত্যার বিচার চেয়ে আদিতমারীতে ঘন্টা ব্যাপী মানববন্ধন করেছে। বীরমুক্তিযোদ্ধা সামছুল ইসলাম সুরুজের দুইপুত্র স্থানীয় আওয়ামীলীগের রাজনীতিতে নেতৃত্ব দিচ্ছেন।
তার বড়পুত্র সদ্যবিলুপ্ত হওয়া আদিতমারী উপজেলা পরিষদের চেয়ারম্যান ইমরুল কায়েস ফারুক ও ছোটভাই চিশতি কমলাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান। আজ হতে ২১ বছর পূর্বে এই দিনে আওয়ামলীগের রাজনীতিকে নেতৃত্ব শূন্য করতে বিএনপির দূর্বৃত্তরা বীরমুক্তিযোদ্ধা সামছুল ইসলাম সুরুজ কে নির্মমভাবে হত্যা করে। ২১ বছরেও এখন তার পরিবার হত্যার বিচার পায়নি।
Discussion about this post