কুমারখালি প্রতিনিধি:
কুষ্টিয়ার কুমারখালীতে সকল বীর মুক্তিযোদ্ধা ও সন্তান কমান্ডের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৫ তম জন্মবার্ষিকী পালিত হয়েছে।
১৭ মার্চ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে বঙ্গবন্ধু ম্যূরালে পুষ্প মারলো অর্পণ করে শ্রদ্ধা নিবেদন, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
কুমারখালী মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির কার্যালয়ে আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা মোঃ আকমল হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৭৮ কুষ্টিয়া -৪ কুমারখালী -খোকসা অঞ্চলের সংসদ সদস্য ও জাতীয় সংসদের বিদ্যুত জ্বালানি ও খনিজসম্পদ স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন মুক্তিযোদ্ধা কল্যাণ সমিতির সভাপতি বীর মুক্তিযোদ্ধা এটিএম আবুল মনসুর মজনু, অনুষ্ঠান পরিচালনা করেন বীর মুক্তিযোদ্ধা সোলাইমান জোয়ার্দার।
আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা বৃন্দ বর্তমান কুমারখালী উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হকের ব্যবহারে অভিযোগ জানিয়ে বিভিন্ন বক্তব্য দেন, তারা জানান একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও শহীদ দিবস, ৭ই মার্চ ঐতিহাসিক ভাষণ সহ আজ ১৭ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের উপজেলা প্রশাসনের আয়োজিত অনুষ্ঠানে কোন বীর মুক্তিযোদ্ধাদের দাওয়াত না জানিয়েই এ সকল অনুষ্ঠান পরিচালনা করা হয়। মুক্তিযোদ্ধাদের সকল অনুষ্ঠান মুক্তিযোদ্ধারা করে থাকে। মাননীয় প্রধানমন্ত্রী মুক্তিযোদ্ধাদের সম্মান জানিয়ে এ সকল অনুষ্ঠান সরকারিভাবে করে আসছে। তবে কুমারখালীতে উপজেলা নির্বাহী অফিসার তার নিজ ইচ্ছায় এসব অনুষ্ঠান পরিচালনা করছে কোন বীর মুক্তিযোদ্ধাদের আমন্ত্রণ না জানিয়েই।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধারা জানান ২৬ শে মার্চ এর আগেই এই ইউএনও’র অপসারণ না করা হলে প্রয়োজনে ২৬ শে মার্চের সরকারি আয়োজন কোন মুক্তিযোদ্ধারা যাবেনা, সেই সাথে উপজেলা চত্বর অথবা কুমারখালী বাসস্ট্যান্ড মানববন্ধন করা হবে। এছাড়াও কুমারখালী মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে ৭ মার্চে জাতীয় পতাকা না তোলার অভিযোগ রয়েছে উপজেলা নির্বাহী অফিসার মাহবুবুল হকের।
এ বিষয়ে বীর মুক্তিযোদ্ধা আব্দুর রউফ এমপি বলেন, মুক্তিযোদ্ধাদের দাওয়াত না করা হলে সেই অনুষ্ঠানে আমিও উপস্থিত হব না। আমিও মুক্তিযোদ্ধাদের সাথে সহমত জানায়।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ১৭ মার্চ ২০২৪