Print Date & Time : 21 August 2025 Thursday 8:54 pm

বীর মুক্তিযোদ্ধাদের প্রতি কুষ্টিয়া সনাকের শ্রদ্ধাঞ্জলি

১৬ ডিসেম্বর ২০২৪ সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ স্মৃতিস্তম্ভে সচেতন নাগরিক কমিটি (সনাক), কুষ্টিয়ার আয়োজনে মহান বিজয় দিবস উদ্যাপন উপলক্ষ্যে শহীদ মুক্তিযোদ্ধাদের প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।
এ সময়ে উপস্থিত ছিলেন কুষ্টিয়া সচেতন নাগরিক কমিটি (সনাক) প্রতিনিধি শাহাজাহান আলী, মোঃ রফিকুল আলম, মিজানুর রহমান লাকী, ড. সরওয়ার মুর্শেদ, তারিকুল হক তারিক, মীর ছানোয়ার হোসেন, সুভাশীষ সাহা খোকন, মজিবুর রহমান, টিআইবি’র এরিয়া কোঅর্ডিনেটর মোঃ রায়হানুল ইসলামসহ ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং অ্যাকটিভ সিটিজেন গ্রুপের সদস্যবৃন্দ।