শেখ দীন মাহমুদ,পাইকগাছা(খুলনা) ॥ বীর মুক্তিযোদ্ধা পাইকগাছার খয়বার হোসেন গাজীর (৮৫) মৃত্যুতে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন করা হয়েছে। শনিবার রাতে বার্ধক্যজণিত কারণে উপজেলার চাঁদখালী কমলাপুরস্থ বাসভবনে এ মুক্তিযোদ্ধা মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।
রবিবার বাদজোহর কমলাপুরস্থ বাড়িতে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকীর তত্ত্বাবধায়নে মুক্তিযোদ্ধা খয়বার হোসেনকে রাষ্ট্রীয় মর্যাদা গার্ড অব অনার প্রদান করা হয়। পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।
মুক্তিযোদ্ধা খয়বার হোসেন গাজীর মৃত্যুতে গভীর শোক ও শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে মোহরুমের জানাজায় অংশগ্রহন করেন, খুলনা-৬ (পাইকগাছা-কয়রা)’র সংসদ সদস্য আলহাজ্ব আক্তারুজ্জামান বাবু, সাবেক সংসদ সদস্য ও খুলনা জেলা আ’লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড সোহরাব আলী সানা, উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী, জেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ইনঞ্জিয়ার প্রেম কুমার মন্ডল, জেলা আ’লীগের স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ শেখ মোহাঃ শহীদ উরøাহ,পাইকগাছা থানার ওসি (তদন্ত) স্বপন রায়, সাবেক উপজেলা চেয়ারম্যান রশীদুজ্জামান মোড়ল, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল কালাম আজাদ, মুক্তিযোদ্ধা তোকারাম হোসেন টুকু, আমিনুল ইসলাম, সাবেক কৃষি কষি কর্মকর্তা আতিয়ার রহমান, আ’লীগ নেতা জি,এম ইকরামুল ইসলাম, শিক্ষক নুরুল ইসলাম।
প্রিন্ট করুন
Discussion about this post