পাটগ্রাম (লালমনিরহাট )প্রতিনিধি:
‘কাস্টমস সেবায় প্রতিশ্রুতি, দক্ষতা নিরাপত্তা প্রগতি এ প্রতিপাদ্যে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী স্থল শুল্ক স্টেশনে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা করা হয়েছে।
দিবসটি উপলক্ষে রোববার (২৬ জানুয়ারি) সকাল ১১টায় বুড়িমারী স্থল শুল্ক স্টেশন কাস্টমস কর্তৃপক্ষ আয়োজনে
বুড়িমারী স্থলবন্দরের সভাকক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন বুড়িমারী স্থল শুল্ক স্টেশনের সহকারী কমিশনার এ এস এম আকরাম সম্রাট।
মতবিনিময় সভায় উপস্থিত থেকে বক্তব্য দেন লালমনিরহাট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র প্রেসিডেন্ট আলহাজ্ব শেখ আব্দুল হামিদ, বুড়িমারী স্থলবন্দর কর্তৃপক্ষের সহকারি পরিচালক (ট্রাফিক) মেহেদী হাসান, বুড়িমারী স্থলবন্দর আমদানি ও রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সভাপতি আবু রাইয়ান আশয়ারী (রছি), সাধারণ সম্পাদক আনিছুর রহমান প্রধান রাজু, বুড়িমারী স্থল বন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফারুক হোসেন, সাধারণ সম্পাদক এ এস এম নিয়াজ নাহিদসহ স্থানীয় ব্যবসায়ীগণ প্রমুখ।
প্রিন্ট করুন
Discussion about this post