Print Date & Time : 11 September 2025 Thursday 11:57 pm

বুরাপাড়া-মিটন স্কুলে জাসদের প্যানেল জয়ী

কুষ্টিয়ার  মিরপুর উপজেলার বুরাপাড়া-মিটন মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা পর্ষদের নির্বাচনে (জাসদ সমর্থিত )জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য ও মিরপুর উপজেলা জাসদের সাধারন সম্পাদক আহাম্মদ আলীর পূর্ণ প্যানেলসহ শিক্ষক প্রতিনিধি জয়ী হয়েছে।

০৯-০৬-২০২২ বৃহস্পতিবার  সকাল ৯টা হতে বিকাল ৪ টা পর্যন্ত  চলে বিরতিহীন ভোট। সুষ্ঠু নির্বাচন উপহার প্রদান করে বিজয়ীদের নাম ঘোষনা করেন প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জুলফিকার হায়দার  বিজয়ীরা হলেন  বাবুল হোসেন, মিনারুল ইসলাম, মুনজুর হোসেন, লুৎফর রহমান বাবর, জোসনা খাতুন।

অভিভাবক সদস্য হয়েছেন সাধারণ শিক্ষক আলাউদ্দিন, আনোয়ারুল ইসলাম, জ্যোসনারা  খাতুন। আইন শৃংঙ্খলার দায়িত্বে ছিলেন মিরপুর থানার সেকেন্ড অফিসার এস আই  ইবাদ আলী মোল্লার নেতৃত্বে  র‌্যাব, ডিবি, ডিএসবি ও গ্রাম পুলিশ।

দৈনিক দেশতথ্য//এল//