ভেড়ামারা প্রতিনিধি: কুষ্টিয়ার ভেড়ামারায় অতিরিক্ত তাপমাত্রা থেকে মুক্তি কামনায় সৃষ্টিকর্তার কাছে বৃষ্টি প্রার্থণা করে সালাতুল ইসতেসকার নামাজ আদায় করা হয়েছে।
তীব্র থেকে অতি তীব্র তাপদাহে, সঙ্গে কড়া রোদ আর অসহ্য গরমে অতিষ্ঠ হয়ে উঠেছে ভেড়ামারা সহ আসে পাশের অঞ্চলের জনজীবন। তীব্র এই গরম থেকে পরিত্রাণের জন্য আল্লাহর কাছে পানাহ চেয়ে গতকাল শুক্রবার (২৬শে এপ্রিল) ভেড়ামারা পরানখালী প্রাইমারি স্কুল সংলগ্ন ফুটবল মাঠে জুম্মার পরে দুপুর ২ টায় ইসতিসকার নামাজ আদায় করেছেন এলাকাবাসী।
ভেড়ামারা পরাণখালী কেন্দ্রীয় মসজিদ কমিটির উদ্যোগে এ নামাজে সব শ্রেণি-পেশার মানুষ অংশ গ্রহণ করে।
ইসতিসকার নামাজ ও নামাজ শেষে দেশের ওপর দিয়ে বয়ে চলা তীব্র দাবদাহ থেকে আল্লাহর কাছে পানাহ চেয়ে বিশেষ মোনাজাত পরিচালনা করেন পরাণখালী কেন্দ্রীয় মসজিদ ইমাম জুলফিকার হায়দার।
অনুষ্ঠানটি পরিচালনা ও তত্ত্বাবধান করেন সমাজসেবক, কবি তরিকুল ইসলাম তারিক।
এদিকে তীব্র গরমের মধ্যে গত বৃহস্পতিবার ভেড়ামারায় তাপমাত্রা ছিল ৪১.২ ডিগ্রি ও শুক্রবার ৪১ ডিগ্রি যা অন্যান্য বছরের তুলনায় অনেকটায় বেশি।
আবহাওয়া অফিস বলছে, দেশের উপর দিয়ে চলমান মৃদু থেকে তীব্র ধরে তাপ প্রবাহ অব্যাহত থাকতে পারে। জলীয় বাষ্পের আধিক্যের কারনে অস্বস্তি বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা আছে এবং কিছুদিন স্থায়ী থাকবে।
এছাড়াও শুক্রবার সকাল ১০ টায় ভেড়ামারার উপজেলার মোকারিমপুর ইউনিয়নের ফফিরাবাদ ঈদগাঁ মাঠে ও জুম্মার পরে ভেড়ামারা উপজেলার ধরমপুর ইউনিয়নের পাটুয়াকান্দী স্কুল মাঠে জড়ো হয়ে সালাতুল ইসতেসকার নামাজ আদায় করেন এলাকার মুসল্লী।
খালিদ সাইফুল // দৈনিক দেশতথ্য // ২৬ এপ্রিল ২০২৪