বৃহস্পতিবার (১১ জানুয়ারি) থেকে বেনাপোল এক্সপ্রেস চালু করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ
বেনাপোল রেল স্টেশনের মাস্টার সাইদুজ্জামান জানিয়েছেন, ১১ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি চালু করা হবে।
বৃহস্পতিবার ঢাকা থেকে ট্রেনটি সাপ্তাহিক বন্ধ থাকার কথা থাকলেও সেদিন ট্রেনটি চালু করা হবে বেনাপোল রেল স্টেশন থেকে। দুপুর ১২ টা ৪৫ মিনিটে বেনাপোল থেকে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাবে ট্রেনটি। পরে ওই দিন রাত ১১টা ৪৫ মিনিটে আবার ঢাকা থেকে বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে আসবে। পৌছেবে পরের দিন সকাল ৭টায়।
গত ৫ জানুয়ারি রাজধানীর গোপীবাগে বেনাপোল এক্সপ্রেস (৭১৫) ট্রেনে দুষ্কৃতকারীদের ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে যায় ৪টি তরতাজা প্রাণ ও গুরুত্বর আহত হয়েছেন আরো ১০ জন।
বেনাপোল এক্সপ্রেসের তিনটি বগি ভষ্মিভূত হয়ে যায়। ট্রেনে আগুন দেয়ার পর থেকে বন্ধ রয়েছে এ রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেনটি। ওই রাতে ঢাকা থেকে বেনাপোলে আসার শিডিউল বাতিল করা হয়।
গত শনিবার (৬ জানুয়ারি) রাত সাড়ে ১২টার দিকে পশ্চিমাঞ্চল রেলওয়ের ফেসবুক পেইজে এক পোস্টে বিষয়টি জানানোর মাধ্যমে এটি চলাচল বন্ধ হয়। পাশাপাশি দেশের বিভিন্ন রুটে চলাচলকারী আরও ২০টি ট্রেন দুইদিন না চালানোর সিদ্ধান্ত নেন বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ।এর পর থেকে বেনাপোল এক্সপ্রেস ট্রেনটি কবে নাগাদ চালু হবে এ নিয়ে একটু ধোয়াশা সৃষ্টি হলেও সেটাও এখন কেটে গেল।
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post