Print Date & Time : 10 May 2025 Saturday 2:21 pm

বেতফল

অন্যান্য নাম : বেত্তুন, বেত্তুইন, বেথুন, বেথুল, বেতুল, বেতগুলা, বেতগুটি, গললার গোটা, ব্যাত্তইল

আগানে বাগানে অথবা বাড়ির আনাচ কানাচের আঙিনায় খানিকটা ঝাড় আকারে এই গাছ জন্মে। গাছে কাঁটা থাকে। ছোট আকৃতির, অপ্রচলিত ফল। পাকা ফল কষ যুক্ত টক মিষ্টি স্বাদের।