বেনাপোল প্রতিনিধি
কাস্টমস সেবার প্রতিশ্রুতি দক্ষতা নিরাপত্তা প্রগতি এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রবিবার সকালে বেনাপোলে উৎসব মুখর পরিবেশে আন্তর্জাতিক কাস্টমস দিবস উদযাপিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে বেনাপোল কাস্টমস ক্লাবে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
এর আগে জাতীয় পতাকা উত্তোলন, ফেস্টুন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের সূচনা করেন যশোর কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট শেখ আবু ফয়সল মোঃ মুরাদ।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আব্দুল মজিদ। বিশেষ অতিথি ছিলেন যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল সাইফুল্লাহ সিদ্দিকী, বেনাপোল সিএন্ডএফ এ্যাসোসিয়েশনের সভাপতি শামসুর রহমান ও বেনাপোল কাস্টমস হাউজের কমিশনার মোঃ কামরুজ্জামান। অনুষ্ঠানে কাস্টমস কর্মকর্তা কর্মচারী, ব্যবসায়ী ও আমন্ত্রিত অতিথিরা অংশ গ্রহন করে।
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post