বেনাপোল প্রতিনিধি:
যশোরের বেনাপোল স্থলবন্দর এলাকায় ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আনিকা (১৩) নামে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছেন।
বুধবার (২ আগস্ট ) সকাল ১০ টার দিকে বেনাপোল চেকপোস্ট সড়কের বড়আঁচড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শিশু আনিকা বড়আঁচড়া গ্রামের আলমগীর হোসেনের মেয়ে ও বেনাপোল মরিয়ম মেমোরিয়াল বালিকা বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
স্থানীয়রা জানায়, স্কুলে যাওয়ার জন্য ভ্যানে করে বেনাপোল চেকপোস্টের প্রধান সড়কে উঠছিল। এ সময় ভারতে রপ্তানিকৃত একটি পন্যবাহী ট্রাক জোরে ধাক্কা দেয়।গুরুতর আহত অবস্থায় আনিকাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামাল হোসেন ভূইয়া সড়ক দূর্ঘটনায় স্কুলছাত্রী নিহতের সত্যতা স্বীকার করে জানান, স্কুলে যাওয়ার পথে একটি ট্রাকের চাপায় ওই স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।ট্রাক চালক ও হেলপারকে আটক করা হয়েছে।
দৈনিক দেশতথ্য//এস//
প্রিন্ট করুন
Discussion about this post