Print Date & Time : 24 August 2025 Sunday 8:49 pm

বেনাপোলে দুই বাংলার ভাষা প্রেমীদের মিলনমেলা

মসিয়ার রহমান কাজল,বেনাপোল:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষার টানে দুই বাংলার ভাষাপ্রেমীদের মিলনমেলা বসে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে।

আজ বুধবার সকালে এ মেলার আয়োজন করা হয়। বেনাপোল চেকপোস্ট নো-ম্যান্সল্যান্ডে নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে সকাল সাড়ে ১০টায় ভারত ও বাংলাদেশের শতশত ভাষাপ্রেমী মানুষ যৌথভাবে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

দুদেশের পক্ষে নেতৃত্ব দেন পশ্চিমবঙ্গ বনগাঁও অঞ্চলের এমএলএ শ্রী নারায়ন গোস্বামী।

বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন যশোর-১ আসনের সংসদ সদস্য শেখ আফিল উদ্দিন এবং ভারতের পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান পশ্চিমবঙ্গ বনগাঁ অঞ্চলের এমএলএ শ্রী নারায়ন গোস্বামী।

এছাড়াও ভারতের পক্ষে আরোও উপস্থিত ছিলেন,শ্রী গোপাল শেট, শ্রী বীনা মন্ডল সহসভাপতি উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ, সাবেক এমপি মমতা ঠাকুর, শ্রীমতি ইলা বাগচী সভাপতি গাইঘাটা পঞ্চায়েত সমিতি, শ্রী সুরজীত বিশ্বাস সাবেক বিধায়ক,শ্রী বিশ্বজিত দাস সাবেক সাংসদ, হাবড়া পৌর মেয়র শ্রী নারায়ন সাহা।
বাংলাদেশের পক্ষে আরোও যারা শ্রদ্ধা জানান তারা হলেন শার্শা উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা সিরাজুল হক মঞ্জু, শার্শা উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী, বেনাপোল পৌর মেয়র আলহাজ¦ নাসির উদ্দিন, নাভারন ডিগ্রি কলেজের অধ্যক্ষ উব্রাহিম খলিল, বেনাপোল পোর্ট থানার ওসি শ্রী সুমন ভক্ত, চেকপোষ্ট ইমগ্রেশনের ওসি কামরুজ্জামান বিশ্বাস, শার্শা থানার ওসি মনিরুজ্জামান, শার্শা উপজেলা বীর মুক্তিযোদ্ধা কামান্ডার মোজাফ্ফর হোসেন, বিজিবির আইসিপি ক্যাম্পের কামান্ডার মিজানুর রহমান, যুবলীগের সভাপতি অহেদুজ্জামান অহিদ এবং সাধারণ সম্পাদক সোহরাব হোসেন প্রমূখ।

এ ছাড়াও শত শত জনগণ এতে অংশ নেন। পরে দুই দেশের জনগণের জন্য উভয় দেশ থেকে মিষ্টি পাঠানো হয়।

দৈনিক দেশতথ্য//এইচ//