Print Date & Time : 25 August 2025 Monday 11:22 pm

বেনাপোলে দুটি হাইমাস লাইটপোষ্ট স্থাপন

মসিয়ার রহমান কাজল,বেনাপোল:
যশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার আওতাধীনে বেনাপোল বাজারে এবং চেকপোস্ট এলাকায় উচ্চ ক্ষমতা সম্পন্ন দুটি হাইমাস লাইটপোষ্ট স্থাপন করা হয়েছে।

মঙ্গলবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা সাড়ে টার দিকে লাইটপোষ্ট দুটি উদ্বোধন করা হয়।

বেনাপোল পৌরসভার অর্থায়নে লাইটপোষ্ট দুটি স্থাপন করা হয়েছে। লাইটপোষ্ট দুটি নির্মাণে ব্যয় হয়েছে ১৯ লাখ ৫৮ হাজার টাকা। ৬০ ফুট উচ্চতায় ৩০০ ওয়াটের একেকটিতে ৬টি করে মোট ১২ টি এলইডি বাল্ব লাগানো হয়েছে।

বেনাপোল পৌর প্রশাসক এবং শার্শা থানা নির্বাহী কর্মকর্তা কাজী নাজিব হাসান লাইট দুটি উদ্বোধন করে বলেন, বেনাপোল শহরের সৌন্দর্য বৃদ্ধির লক্ষে এবং আলোর স্বল্পতা দূরীকরনে শহরের দুই প্রান্তে লাইট দুটি স্থাপন করা হয়েছে। যা ৩০০ মিটার এলাকা আলোয় আলোকিত হবে। এটি প্রতিদিন মোবাইলের মাধ্যমে রিমোট কন্ট্রোলে সন্ধ্যা অন করে ভোরে অফ করা হবে। পৌরসভার তত্বাবধানে পরিচালিত হবে।

এ উপস্থিত ছিলেন, বেনাপোল পৌরসভার প্রসাশক এবং শার্শা উপজেলা নির্বাহী অফিসার কাজী নাজিব হাসান, সহকারী ম্যাজিস্ট্রেট এবং উপজেলা ভুমি কর্মকর্তা নুসরাত ইয়াসিন ও বেনাপোল পৌরসভার ইঞ্জিনিয়ার মোঃ মফিজুর রহমান সহ ভারপ্রাপ্ত কাউন্সিলরগন।