Print Date & Time : 13 September 2025 Saturday 4:16 pm

বেনাপোলে পৌঁছালো রুপিতে আমদানি করা পণ্যের প্রথম চালান

ডলার সংকটের কারনে ভারত-বাংলাদেশ যৌথ আলোচনায় পরীক্ষামূলকভাবে রুপিতে আমদানি পণ্যের প্রথম চালান বেনাপোল বন্দরে পৌঁছেছে। রুপিতে পন্য আমদানি উদ্বোধনের ১৪ দিন পর পেট্রাপোল বন্দর হয়ে বেনাপোল বন্দরে ঢুকল প্রথম চালানের ৩৬ টি চ্যাসিস।

মঙ্গলবার (২৫ জুলাই) সন্ধ্যায় ভারতে পেট্রাপোল বন্দর হয়ে ১ কোটি ২৩ লাখ ১৭ হাজার ৭৬০ রুপি মূল্যের ৪টি ট্রাকে ৩৬ টি চ্যাসিস নিয়ে বন্দরে প্রবেশ করে। পণ্যের দেশীয় আমদানিকারক প্রতিষ্ঠান নিতা কোম্পানী লিমিটেড এবং রফতানিকারক প্রতিষ্ঠান ভারতের টাটা মটরস লিমিটেড। বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক বিষয়টি নিশ্চিত করেছেন।

বেনাপোল সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনেরসভাপতি আলহাজ্ব সামছুর রহমান জানান, চলমান ডলার সংকটকালীন সময়ে বাণিজ্যসহজ করতে রুপিতে আমদানি ব্যায় মেটানো বড় সহায়ক ভূমিকা রাখবে। এতে আমদানি, রফতানি ও রাজস্ব আয়ও বাড়বে। বাংলাদেশের ইস্টার্ন ও ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমে রুপিতে লেনদেন করতে পারবেন বাংলাদেশি ব্যবসায়ীরা। অংশে এ সম্পর্কিত বিষয়ের দায়িত্বে থাকবে দেশটির আইসিআইসি ব্যাংক এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।

এবি//দৈনিক দেশতথ্য//জুলাই ২৬,২০২৩//