Print Date & Time : 25 August 2025 Monday 8:32 am

বেনাপোলে ফেনসিডিলসহ মাদক কারবারী আটক

বেনাপোল প্রতিনিধি :

যশোরের বেনাপোল পোর্ট থানার পুটখালি সীমান্ত থেকে ২৯৯ বোতল ভারতীয় ফেনসিডিলসহ সুমন রহমান (৩৫) নামে এক মাদক কারবারীকে আটক করেছে র‍্যাব সদস্যরা। আটক সুমন রহমান বেনাপোল পোর্ট থানার পুটখালি পশ্চিমপাড়া গ্রামের হবিবর রহমানের ছেলে।
যশোর র‍্যাব-৬ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে বেনাপোলের পুটখালি গ্রামের জনৈক শহিদুল্লাহ এর বাড়িতে কতিপয় মাদক ব্যবসায়ী ভারতীয় ফেনসিডিল বিক্রির জন্য মজুদ করেছে। সেখানে অভিযান চালিয়ে সুমন রহমানকে আটক করা হয়। তার স্বীকারোক্তিতে ওই বাড়ির সিড়ির মাঝে রাখা খড়ের গাদার মধ্যে বিশেষ কায়দায় লুকানো অবস্থায় দুইটি বস্তায় বিশেষভাবে রাখা ২৯৯ বোতল ভারতীয় ফেনসিডিল জব্দ করা হয়।
আটককৃত আসামী আরো জানায়, তার নিজ বাড়িতে মাদকদ্রব্য না রেখে তার চাচাতো ভাই শহিদুল্লাহর বাড়িতে প্রতিনিয়ত মাদকদ্রব্য মজুদ করে আসছিল। যেহেতু শহিদুল্লাহ ঢাকায় গার্মেন্টসে চাকুরী করে, তাই তার বাড়িতে মাদকদ্রব্য রাখলে কেউ সন্দেহ করবে না এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মাদকের তথ্য পাবে না বলে আটক আসামীর বিশ্বাস ছিল।
র‍্যাব-৬ যশোরের কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক আসামী সুমন রহমানের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দুইাট ও বিশেষ ক্ষমতা আইনে একটি মামলা আদালতে বিচারাধীন রয়েছে। আটককৃত আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

এবি //দৈনিক দেশতথ্য //১৮ মার্চ ২০২৪//