Print Date & Time : 24 August 2025 Sunday 2:56 am

বেনাপোলে ভারত-বাংলাদশ দ্বিপাক্ষিক বৈঠক

বেনাপোল (যশোর)প্রতিনিধি:
ভারত-বাংলাদশ পার্ট- টু-পার্ট ওয়ার্কসপ ও উচ পর্যায়ের, বিশ্ব ব্যাংক, এডিবি বন্দর,কাস্টমস বিজিবি ও পুলিশর সমন্বয় দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয় বেনাপাল কাস্টমস হাউসে।

সোমবার সকালে কাস্টমস হাউস অডিটরিয়ামে অনুষ্ঠিত বৈঠকে সভাপতিত্ব করেন কাস্টমস কমিশনার মো: আব্দুল হাকিম।

বৈঠকে উ্ভয় দেশের বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বানিজ্য সহজিকরণ, বন্দরের সমস্যা, সম্ভাবনা , বন্দর আধুনিকায়ন , দ্রুত পাসপোর্ট যাত্রী যাতাযাত ও সমাধানের বিষয় আলাচনা হয়। এডিবি ও বিশ্ব ব্যাংকর সহযাগীতায় বেনাপোল বন্দরকে ডিজিট্লাাইজশন করা হচ্ছে।
বৈঠকে দু’দেশের মোট ৫৭ জন কর্মকর্তা অংশ গ্রহন করেন।

বাংলাদশের পক্ষে বক্তব্য রাখেন,বাংলাদশ স্থল বন্দরের কর্তপক্ষর চেয়ারম্যান মো: জিল্লুর রহমান চৌধুরী, প্রধানমন্দ্রীর দফতরের সিনিয়র এ্যাসিসটট সেক্রেটারি মি:দিনশ সরকার,স্থল বন্দরের প্রজেক্ট ডাইরেক্টর মো: সরোয়ার আলম,এডিশনাল ডিআইজি মো: আশিকুল হক ভূঁইয়া, বিজিবির ডাইরেক্টর অপারশন লে:কর্ণেল আনায়ারুল আজাহার, ডাইরেক্টর, মিনিস্ট্রি অব ফরেন এফেয়ার্স বিদাষ চদ্র বর্মন,ও বেনাপোল বন্দরের ডাইরেক্টর রেজাউল করিম।,

ভারতর পক্ষ বক্তব্য রাখন, ইন্ডিয়ান ল্যান্ডপার্ট অথরিটির চেয়ারম্যান শ্রী অদিত্য মিশ্র, ল্যান্ডপার্ট অথরিটির সচিব শ্রী ভিভক ভার্মা,কাস্টমস কমিশনার শ্রী ভিমল কুমার,কাস্টমস কমিশনার (প্রিভনটিভ), শ্রী রঞ্জন খানা, বিএসএফ’র সাউথ বাংলা আইজি আউস মানি তিউয়ারি, আইজি পুলিশ (ওয়স্টবেঙ্গল) শ্রী সুকশ জাইন, ওয়ার্লড ব্যাংকর সিনিয়র ট্রান্সপার্ট স্পসালিস্ট, ইরিক নারা, ও এডিবির সিনিয়র ট্রান্সপার্ট স্পসালিস্ট হুমায়ুন কবীর।

বৈঠক অচিরই দু’দেশের বন্দরকে ডিজিটালাইজশন, আমদানি রপ্তানি বানিজ্যকে আরও গতিশীল, দ্রুত পাসপোর্ট যাত্রী যাতায়াত ব্যবস্থার বিষয় গুলা নীতিগতভাব সিদ্ধান্ত হয়।

দৈনিক দেশতথ্য//এইচ//