Print Date & Time : 25 August 2025 Monday 3:14 am

বেনাপোল দিয়ে ৪ ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত

বেনাপোল প্রতিনিধি
বাংলাদেশে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর বেনাপোল চেকপোস্ট দিয়ে চার ভারতীয় নাগরিককে নিজ দেশে ফেরত পাঠিয়েছে বেনাপোল ইমিগ্রেশন পুলিশ।

আজ শনিবার (১৩ জুলাই) দুপুর ১ টার দিকে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করে।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশ জানায়, ফেরত পাঠানো ভারতীয় নাগরিকরা হচ্ছেন—বিহার রাজ্যের নালন্দা জেলার দীপনগর থানার মৃত চেনী রাকরামের ছেলে সুধীর বাবু (৫০),দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বাসন্তী থানার হরিপদ জানার ছেলে ভানুচরন জানা (৫৫), একই এলাকার পূর্ণচন্দ্র দিস্তার ছেলে বিষ্ণুপদ জানা(৫৫) এবং হুগলী জেলার ধনীয়াখালী থানার মৃত শেখ ফরিদের ছেলে শেখ জাহাঙ্গীর (৪৯)।

ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আযহারুল ইসলাম জানান,মহেশপুর সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেন এই চারজন ভারতীয়। অনুপ্রবেশের অভিযোগে বিজিবি তাদের আটক করে মহেশপুর থানায় সোপর্দ করেন। পরে আদালত তাদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন।

তিনি আরও বলেন, ‘কারাদণ্ডের মেয়াদ শেষে আজ তাদের ভারতে ফেরত পাঠানো হলো। ভারতীয় পুলিশ আনুষ্ঠানিকভাবে তাদেরকে গ্রহণ করেছে।’