পূজাঁ উপলক্ষে ৩ হাজার ৯৫০ মেট্রিক টন ইলিশ রপ্তানির মধ্যে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে নয় দিনে মোট ৬শ’ মেট্রিক টন ৪৪০ কেজি ইলিশ মাছ রপ্তানি হয়েছে।
এ বছর পূজায় ৩ হাজার ৯৫০ টন ইলিশ রফতানির অনুমতিতে গত নয়দিনে ৬০০ মেট্রিক টন ৪৪০ কেজি ইলিশ রফতানি হয়েছে।এর মধ্যে গত ২১সেপ্টেম্বর বৃহস্পতিবার ৭৭ মেট্রক টনএকশ কেজি,২৩ সেপ্টেম্বর শনিবার ৪০ মেট্রিক টন একশ কেজি, ২৫ সোমবার ৫৬ মেট্রিক টন পাঁচশ কেজি, ২৬ সেপ্টেম্বর মঙ্গলবার ৪৮ মেট্রিক টন ৯৮০ কেজি,২৭ সেপ্টেম্বর বুধবার ৩১ মেট্রিক টন ৭৬০ কেজি,৩০সেপ্টেম্বর শনিবার ৯১ মেট্রিক টন ৫০০কেজি,৩ অক্টোবর মঙ্গলবার ৯৮ মেট্রিক টন ৬০০কেজি, বুধবার ৮৩ মেট্রিক টন ৯০০কেজিএব এবং গতকাল বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সন্ধ্যায় ৭২ মেট্রিক টন ইলিশ ভারতে রফতানি হয়েছে।
বেনাপোল স্থলবন্দরের পরিচালক আব্দুল বিষয়টি নিশ্চিত করেছেন।
এবারের দুর্গাপূজায় ভারতে মোট ৩ হাজার ৯৫০ মেট্রিকটন ইলিশ রপ্তানির কথা রয়েছে।
ইলিশের উৎপাদন কমে যাওয়ায় সরকার ২০১২ সাল থেকে ইলিশ রপ্তানি বন্ধ করে দেয়। পরবর্তীতে ভারতের সঙ্গে বন্ধুত্ব বাড়ানোর লক্ষ্যে ২০১৯ সাল থেকে পূজা উপলক্ষে ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়।
ভারতের ইলিশ আমদানিকারক ভজন কুমার দাস বলেন, ‘পূজার আগ পর্যন্ত প্রতিদিনই বাংলাদেশের ইলিশ আসবে কোলকাতায়। পূজার আগে এরচেয়ে আনন্দ আর কী হতে পারে। এজন্য আমরা বাংলাদেশ সরকারকে ধন্যবাদ জানাচ্ছি।’
বেনাপোল মৎস্য অফিসের ফিশারিজ কোয়ারেন্টিন কর্মকর্তা মাহবুবুর রহমান বলেন, ‘সরকারের বিশেষ অনুমতিতে ইলিশ রপ্তানি শুরু হয়েছে ভারতে। আট দিনে পাঁচ লাখ ২৮ হাজার ৫৪০ কেজি ইলিশ ভারতে গেছে এই বন্দর দিয়ে। বাকি ইলিশ আগামী ৩০ অক্টোবরের মধ্যে রপ্তানি শেষ করবে ৭৯টি রপ্তানিকারক প্রতিষ্ঠান।
দৈনিক দেশতথ্য//এইচ/
প্রিন্ট করুন
Discussion about this post