বেনাপোল(যশোর)প্রতিনিধি: জন্মাষ্টমী উপলক্ষে আজ সোমবার (২৬ আগষ্ট) ভারত-বাংলাদেশ উভয় দেশে সরকারি ছুটি থাকায় সকাল থেকে যশোরের বেনাপোল বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।
বেনাপোল বন্দরের ভারপ্রাপ্ত পরিচালক রেজাউল করিম জানান, জন্মাষ্টমী উপলক্ষে উভয় দেশে সরকারি ছুটি থাকায় পেট্রাপোল-বেনাপোল বন্দর দিয়ে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।
আমদানি ও রপ্তানির কার্যক্রম বন্ধ থাকার কারণে দুই বন্দর এলাকায় আটকে আছে শত শত পণ্যবাহী ট্রাক।
তিনি বলেন, ‘আটকে থাকা ট্রাকের বেশির ভাগে বাংলাদেশের শতভাগ রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের কাঁচামাল রয়েছে। আগামীকাল মঙ্গলবার সকাল থেকে স্বাভাবিক নিয়মে এ বন্দর দিয়ে বাণিজ্যিক কার্যক্রম শুরু হবে।’
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আযহারুল ইসলাম জানান, বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও যাত্রীরা স্বাভাবিক নিয়মে যাতায়াত করছেন।

Discussion about this post