ইবতেশাম রহমান সায়নাভ, বেরোবি প্রতিনিধি :
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরে ‘ উচ্চারণ বিষয় কর্মশালা ‘ অনুষ্ঠিত হয়েছে।
গত বৃহস্পতিবার (২১ মে, ২০২৫) বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কবি হেয়াত মাহমুদ ভবনে বাংলা বিভাগের সভাকক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বাংলা বিভাগের অধ্যাপক ও রণনের সভাপতি ড. তুহিন ওয়াদুদ, রণনের সহ-সভাপতি প্রভাষক মোঃ খাইরুল ইসলাম। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন কথাসাহিত্যিক, লোকসংস্কৃতি গবেষক ও আবৃত্তিশিল্পী নুরুননবী শান্ত।
রণনের সাধারণ সম্পাদক স্বপ্নীল রাহা বলেন, রণন বেরোবির অন্যতম সাংস্কৃতিক চর্চাকারী সংগঠন। সংগঠনটি বিশ্ববিদ্যালয়ে নানা রকম সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচি সফল করেছে। আগামীতে এ ধারা অব্যাহত থাকবে।
একদিন ব্যাপি কর্মশালার শুরুতে অধ্যাপক ড. তুহিন ওয়াদুদ শুভেচ্ছা বক্তব্য প্রদান ও উচ্চারণ বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন। এরপর জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে কর্মশালা শুরু হয় এবং প্রশিক্ষক নুরুননবী শান্ত উচ্চারণ বিষয়ে বিস্তৃত আলোচনা করেন।
উল্লেখ্য, নূরুননবী শান্ত বগুড়া জেলার শিবগঞ্জের কুকিকালিদাশ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগে পড়াশােনা শেষে শিক্ষকতা শুরু করেছিলেন। কবিতা লিখেন, আবৃত্তি করেন। পত্রিকায় কলাম লেখেন প্রান্তিক মানুষের সমস্যা ও সম্ভাবনা নিয়ে।