Print Date & Time : 14 March 2025 Friday 10:50 am

বেরোবিতে ফুটসাল চ্যাম্পিয়ন সাংবাদিকতা বিভাগ

বেরোবি প্রতিনিধি : ইবতেশাম রহমান সায়নাভ : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় স্পোর্টস এসোসিয়েশন (BRUSA) কর্তৃক আয়োজিত ফুটসাল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ।
ডিফেন্ডিং চ্যাম্পিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগকে হারিয়ে এ গৌরব অর্জন করে সাংবাদিকতা বিভাগ।

শুক্রবার (১ নভেম্বর, ২০২৪) বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্বারক মাঠে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।
খেলার প্রথম অর্ধে সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী আরমান (১৫ ব্যাচ) গোল করে দলকে এগিয়ে নিয়ে যায়।
প্রথম অর্ধের শেষ মূহুর্তে প্যালান্টির মাধ্যমে গোল দিয়ে সমতায় ফিরে দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ। খেলার দ্বিতীয় অর্ধে গোল শূন্য থেকে নির্ধারিত সময়ের খেলা শেষ হয়।
পরবর্তীতে পেনাল্টিতে গড়ায় খেলা। পেনাল্টির মাধ্যমে ১-০ গোলে জিতে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ। খেলা শেষে চ্যাম্পিয়ন দলের হাতে পুরুষ্কার তুলে দেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান।

এসময় কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মাসুদ রানা বলেন, ” এমন একটি সুন্দর আয়োজন করার জন্যে ব্রুসা-কে ধন্যবাদ। দুইদল-কে সমান অভিনন্দন জানাই।”

শারীরিক শিক্ষা বিভাগের পরিচালক সিদ্দিকুর রহমান জানান, “বিশ্ববিদ্যালয়ে খেলাধুলার চর্চা অব্যাহত থাকবে। আমরা উপাচার্য স্যারের কাছে আমরা আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আয়োজনে অনুরোধ জানিয়েছি। আশা করি সামনের সামনে আমরা এ টুর্নামেন্টের অনুমোদন পাবো।”

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ফেরদৌস রহমান বলেন, “এমন সুন্দর আয়োজনে জন্যে তোমাদের ধন্যবাদ। আমাদের মাদক ছেড়ে মাঠে আসতে হবে।

আজকে এ অনুষ্ঠানে ভিসি স্যারের উপস্থিত থাকার কথা ছিলো কিন্তু জরুরি কাজের জন্যে স্যার উপস্থিত থাকতে পারেননি। স্যার আমার মাধ্যমে আপনাদের অভিনন্দন জানিয়েছেন।”

এ টুর্নামেন্টে সেরা গোলরক্ষকের খেতাব অর্জন করেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ১৪তম ব্যাচের শিক্ষার্থী পারভেজ হাসান এবং ম্যান অব দ্যা টুর্নামেন্টের খেতাব অর্জন করেন একই বিভাগের ১৫তম ব্যাচের শিক্ষার্থী আরমান হোসেন।