বেরোবি প্রতিনিধি : বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুরের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের নিয়ে ‘মোবাইল জার্নালিজম ও সামাজিক যোগাযোগ মাধ্যম’ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
গত বুধবার (২ অক্টোবর) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ক্লাসরুমে এই সেমিনারের আয়োজন করা হয়।
গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের বিভাগীয় প্রধান জনাব তাবিউর রহমানের সভাপতিত্বে সেমিনারে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ডেফোডিল বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ও কমিউনিকেশন বিভাগের অধ্যাপক ড. কাবিল খান জামিল। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. নজরুল ইসলাম ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মিডিয়া স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান মো: রকিব আহমেদ।
ড. কাবিল খান জামিল বলেন, “বর্তমানে সংবাদের সংজ্ঞায়ন করা হয় ‘নিউজ ইজ মোবাইল, নিউজ ইজ সোশ্যাল মিডিয়া’ হিসেবে। আধুনিক সাংবাদিকতা করার ক্ষেত্রে মোবাইল ফোনের অবদান অপরিহার্য। মোবাইল সাংবাদিকতা মূল ধারার সাংবাদিকতার গতিপ্রকৃতি বদলে দিয়েছে। সময়ের সঙ্গে তাল মেলাতে তাও শিক্ষার্থীদের মোবাইল ফোনে প্রয়োজনীয় কয়েকটি অ্যাপ ইনস্টল এবং আনুষঙ্গিক উপকরণ ব্যবহারের দক্ষতা বৃদ্ধির প্রতি গুরুত্বারোপ করেন তিনি।”
এসময় আরও উপস্থিত ছিলেন বেরোবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক জনাব সরোয়ার আহমেদ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর মো: রহমতুল্লাহ, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের প্রভাষক শোয়েবুর রহমান শোয়েব।
হা/03/1024 dtbangla
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post