বেরোবি প্রতিনিধি : ইবতেশাম রহমান সায়নাভ
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে “শেখ হাসিনা ফিরবে” দেয়াল লিখনের প্রতিবাদে প্রশাসনকে ২৪ ঘন্টার মধ্যে ব্যবস্থা নিতে আল্টিমেটাম দেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
বুধবার (১৬ জুলাই, ২০২৫) দিবাগত রাত ১০টায় নিষিদ্ধ সংগঠনের দেয়াল লিখনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
জানা যায়, শহীদ আবু সাঈদের ১ম মৃত্যু বার্ষিকীর দিনে চুপিসারে ক্যাম্পাসের বিভিন্ন দেয়ালে ‘শেখ হাসিনা ফিরবে’, ‘বাংলাদেশ ছাত্রলীগ’ শেখ ‘হাসিনাতেই আস্থা’ ইত্যাদি দেয়াল লিখনি লিখে যায় কে বা কারা।
এর প্রতিবাদে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রদলের আহবায়ক মো:আল-আমিন ও সদস্য সচিব রাশেদ মন্ডলের নেতৃত্বে বিক্ষোভ সমাবেশে আয়োজন করে শাখা ছাত্রদল।
বিক্ষোভটি ক্যাম্পাসের মেইন গেট থেকে শুরু হয়ে দুই হল প্রদক্ষিণ করে আবার মেইনগেটে সামনে এসে শেষ হয়।
এসময় রাশেদ মন্ডল বলেন, ” সারাদেশ আজকে শোকাহত। শোকের এই দিনে নিষিদ্ধ সংগঠন ও বাকশালের দোসরা দেয়াল লিখনি করে গেছে। কিভাবে ক্যাম্পাসের কড়া নিরাপত্তা পেরিয়ে তারা একাজ করলো?
মো: আল-আমিন বলেন, আগামী ২৪ঘন্টার ভিতর দোষীদের বের করে সর্বোচ্চ শাস্তি দিতে হবে। অন্যথায় আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে নিয়ে বিশ্ববিদ্যালয় অচল করে দিব।

Discussion about this post