Print Date & Time : 13 September 2025 Saturday 8:18 am

বেশি দামে পেঁয়াজ বিক্রি দুই ব্যবসায়ীকে জরিমানা

খুলনার পাইকগাছায় বেশি দামে পেঁয়াজ বিক্রির দায়ে দু’ ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

সোমবার দুপুরে ভ্রাম্যমান আদালতে পৌর সদরের কাঁচা বাজারের দু’ ব্যবসায়ীকে ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুজ্জামান ওই আদালত পরিচালনা করেন।

আদালত সূত্রে জানাযায়, একদিনের ব্যবধানে পেঁয়াজের দাম দ্বিগুণ হওয়ার খবরে উপজেলার পৌর সদরস্থ কাঁচা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রি, বিক্রয় মূল্য তালিকা না থাকাসহ ক্রয় রশিদ দেখাতে না পারায় পেয়াজ ব্যবসায়ী ওসিকুল ইসলামকে ৩ হাজার টাকা ও অপর ব্যবসায়ী উজ্জ্বল দাশকে ৩ হাজার টাকাসহ সর্বোমোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, অভিযানের খবরে অধিকাংশ ব্যবসায়ী দোকান ফেলে রেখে পালিয়ে যান।

এব্যাপারে নির্বাহী ম্যজিস্ট্রেট আরিফুজ্জামান বলেন, অতিরিক্ত দামে পেয়াজ বিক্রির দায়ে ভ্রাম্যমাণ আদালতে দু’ ব্যবসায়ীকে ৬হাজার টাকা জরিমানা করা হয়েছে। নিত্য পণ্যের বাজার দর নিয়ন্ত্রণে অভিযান অব্যাহত থাকবে।

দৈনিক দেশতথ্য//এইচ//