নিজস্ব প্রতিবেদক ॥ এপেক্স বাংলাদেশের জেলা-৬ এর বেষ্ট প্রেসিডেন্ট হয়েছেন এপেক্স ক্লাব অব কুষ্টিয়ার প্রেসিডেন্ট এপে. আকরাম হোসেন বাবু। শুক্রবার যশোরে আঞ্চলিক রোভার স্কাউট ভবনে এপেক্স বাংলাদেশের জেলা-৬ এর সম্মেলনে ২০২০-২০২১ সালের কাজের মূল্যায়নে বেষ্ট প্রেসিডেন্ট হন তিনি। পরে এপেক্স বাংলাদেশের ন্যাশনাল প্রসিডেন্ট এপে. নিজাম উদ্দিন পিন্টুসহ ন্যাশনাল নেতৃবৃন্দ আনুষ্ঠানিকভাবে তার হাতে অ্যাওয়ার্ড তুলে দেন। আকরাম হোসেন বাবু ২০২০-২০২১ সালে এপেক্স ক্লাব অব কুষ্টিয়ার প্রসিডেন্ট থাকার সময় সমাজের অবহেলিত জনগোষ্ঠীর জন্য বিভিন্ন সময়ে তাদের পাশে দাঁড়ানোসহ নানান উন্নয়নমুলক কর্মকান্ডের সাথে সম্পৃক্ত ছিলেন।
গেলো বছরে বৈশ্বিক মহামারী করোনা রোগীদের চিকিৎসা সরঞ্জাম, অক্সিজেন সিলিন্ডার সরবরাহ, চিকিৎসা সেবা, খাদ্যসামগ্রী বিতরণ, সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ, শীতবস্ত্র বিতরণ, দরিদ্র নারীদের আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে বিনামূল্যে সেলাই মেশিন বিতরণ, প্রতিবন্ধীদের মাঝে হুইলচেয়ার বিতরণ, বৃক্ষরোপণ কর্মসূচি পালন সহ নানান উন্নয়নমুলক কর্মকান্ডে সফলভাবে সম্পন্ন করেন।
সামাজিক এবং মানবতার সেবায় নিজেকে মেলে ধরতেই এপেক্স আন্দোলনে যোগ দেন তিনি।
২০১৯ সালের ২৬ নভেম্বর এপেক্স ক্লাব অব কুষ্টিয়ার বার্ষিক সাধারণ সভায় তিনি ২০২০-২০২১ সালের জন্য প্রসিডেন্ট নির্বাচিত হন।
এপেক্স ক্লাব অব কুষ্টিয়ার প্রসিডেন্ট নির্বাচিত হয়েই এপেক্স বাংলাদেশকে নতুন কিছু দেয়ার লক্ষ্যে সততা, দক্ষতা, নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন এপে. আকরাম হোসেন বাবু।
এপে. আকরাম হোসেন বাবু পেশাগত জীবনে সফল শিল্প উদ্যোক্তা। কুষ্টিয়ায় মডার্ণ প্লাইউড এন্ড উড প্রসেসিং কোং লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের চেয়ারম্যান। তার প্রতিষ্ঠানে কয়েক হাজার মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে কর্মসংস্থানের ব্যবস্থা নিশ্চিত করেছেন।
এপেক্স বাংলাদেশের জেলা-৬ এর বেষ্ট প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় এপেক্স ক্লাব অব কুষ্টিয়ার প্রসিডেন্ট এপে. আকরাম হোসেন বাবুকে ক্লাবের পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Print Date & Time : 6 July 2025 Sunday 2:30 pm