Print Date & Time : 12 September 2025 Friday 3:18 pm

বেসরকারী শিক্ষক-কর্মচারী ফোরামের ইফতার মাহফিল

বাংলাদেশ বেসরকারী শিক্ষক-কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল সম্পন্ন হয়েছে। ২৫ এপ্রিল সোমবার বিকেলে শহরের হক হোটেল এন্ড রেস্টুরেন্টে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা মাধ্যমিক  শক্ষা অফিসার অশোক রঞ্জন পূরকায়স্থ।

বাংলাদেশ বেসরকারী শিক্ষক-কর্মচারী ফোরাম সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি মোঃ মোদাচ্ছির আলম সুবল মাস্টারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দ্বীনি সিনিয়র ফাজিল (ডিগ্রী) মডেল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ আলী নূর,আয়োজক সংগঠনের সাধারন সম্পাদক রঙ্গারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল গফুর খান ও মাইজবাড়ী আল-হেরা ফাজিল ডিগ্রী মাদ্রাসার শিক্ষক মোঃ সোহেল আলম প্রমুখ।

ইফতার মাহফিলে বিশ্বম্ভরপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাংলাদেশ বেসরকারী শিক্ষক-কর্মচারী ফোরাম কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি হারুন অর রশীদ দুলাল,সুনামগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ও সাতগাঁও উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদ,সহ-সভাপতি মোঃ শফিকুল ইসলাম,মোঃ আব্দুস শহীদ,যুগ্ম সাধারন সম্পাদক কালিপদ দাস,সাংগঠনিক সম্পাদক শেখ নজরুল ইসলাম,যুগ্ম সাংগঠনিক সম্পাদক মোঃ ফারুক আহমদ,শান্তিগঞ্জ উপজেলা শাখার সাধারন সম্পাদক মাওলানা মোঃ শহীদুল ইসলাম, দারুল হুদা দাখিল মাদ্রাসা আলমপুরের সুপার মাওলানা আনোয়ার হোসেন, সহকারী শিক্ষক আবেদ মাহমুদ, ও বিম্ভম্ভরপুর মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদুর রহমান সাজুসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগন উপস্থিত ছিলেন।

এবি//দৈনিক দেশতথ্য//এপ্রিল ২৫,২০২২//