সেলিম আহামেদ তাক্কু ॥ ঋণ খেলাপির দায়ে কুষ্টিয়া সদর উপজেলা ৪ নং বটতৈল ইউনিয়ন সতন্ত্র চেয়ারম্যান প্রার্থী সাবেক চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলুর মনোনয়ন বাতিল ঘোষণা করার পর আবার বৈধতা পেতে যাচ্ছেন আব্দুল মজিদ বাবলু। তিনি জানান, যে ঋণ খেলাপির দায়ে আমাকে অবৈধ ঘোষনা করা হয়েছে সে ঋণ এক বছর আগেই পরিশোধ করা হয়েছে। যার প্রমান পত্র-প্রয়োজনীয় সব কাগজপত্র আজ রিটানিং অফিসারের নিকট জমা দেয়া হয়েছে। আশা করি কাগজ পত্র যাচাই-বাছাই করে দ্রুত আমার মনোনয়ন বৈধ বলে জানানো হবে। এদিকে তার ব্যপক জনপ্রিয়তা ফলে মনোনয়ন বাতিল ঘোষনা এলে তার সমর্থকদের মাঝে হতাশা নেমে আসে ! তিনি চেয়ারম্যন হিসেবে উক্ত ওয়ার্ডে ব্যপক সুনাম কুড়িয়েছিলেন বলে তার মনোনয়ন বৈধ হয়েছে বলেন তার কর্মী সমর্থক তারা বলেন বিজয়ের মালা মজিদ পরবেন !

Print Date & Time : 5 July 2025 Saturday 4:24 pm