সিলেট অফিস : সিলেটে এগ্রিকালচারিস্ট এসোসিয়েশন অব বাংলাদেশ (এ্যাব) সিলেট চ্যাপ্টার এবং সিলেটে কৃষি বিশ্ববিদ্যালয় জাতীয়তাবাদী অফিসার পরিবারের সদস্যদের উদ্যোগে ট্রাফিক নিয়ন্ত্রণ কাজে নিয়োজিত বৈষম্য বিরোধী ছাত্র, বিএনসিসি ও স্কাউট সদস্যদের মাঝে খাবার পানীয় ও খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১৩ আগস্ট) সিলেট মহানগরীর চৌহাট্টা পয়েন্ট, নয়াসড়ক, মীরবক্সটুলা পয়েন্টে এ্যাব সিলেট চ্যাপ্টার ও জাতীয়তাবাদী অফিসার পরিষদের নেতৃবৃন্দ এবং তাদের পরিবারের সদস্যরা এসব খাদ্য সামগ্রী বিতরণ করেন।
এসময় নেতৃবৃন্দ সাধারণ ছাত্র – ছাত্রী দেশ গড়ার কাজে নিয়োজিত থাকার জন্য ধন্যবাদ জানান এবং যেকোনো মহৎ কাজে তাদের পাশে থাকার অঙ্গিকার ব্যক্ত করেন।
এ্যাব সিলেট চ্যাপ্টারের সভাপতি ড.মোজাম্মেল হক, সাধারণ সম্পাদক কৃষিবিদ খসরু মোহাম্মদ সালাহউদ্দিন, জাতীয়তাবাদী অফিসার পরিষদের সভাপতি গাজী জহিরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আশরাফুজ্জামান মো. নেয়ামত উল্যাহ, মো. গোলাম রসুল, মো. বাসির উদ্দিন,আশফাক আহমেদ প্রমুখের নেতৃত্বে এসব সামগ্রী বিতরণ করা হয়।
দক্ষিণ সুরমায় পুলিশের গুলিতে আহত স্কুল ছাত্রের শষ্যাপাশে কাইয়ুম চৌধুরী
খালিদ সাইফুল, দৈনিক দেশতথ্য, ১৩ আগষ্ট ২০২৪

Discussion about this post