Print Date & Time : 22 August 2025 Friday 12:23 am

বৈষম্য বিরোধী শিক্ষার্থীদের উপর হামলার ঘটনায় দুইজন আটক

মাহাবুল ইসলাম, গাংনী, মেহেরপুর: গত ৫ আগস্ট সকালে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শান্তিপূর্ণ কর্মসূচিতে শিক্ষার্থীদের হামলার ঘটনায় মেহেরপুরের ২ ছাত্রলীগ নেতা কে আটক করেছে পুলিশ। রোববার সকাল ১১ টার দিকে তাদের আটক করে। আটকৃতরা হলো মেহেরপুর শহরের স্টেডিয়াম পাড়ার মুকুল হোসেনের ছেলে সুইট মাহমুদ (২৮) ও মুজিবনগর উপজেলার দারিয়াপুর গ্রামের আবু বক্করের ছেলে আশিকুর রহমান (২৭)।

মেহেরপুর সদর থানার (ওসি) শেখ কনি মিয়া জানান, গত ৫ আগস্ট বৈষম বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা শান্তিপূর্ণ সমাবেশে ছাত্রলীগের ৫০ থেকে ৬০ জন নেতাকর্মী দেশী ও বিদেশী অস্ত্র নিয়ে হামলা চালায়। এ ঘটনায় গত ২৮শে আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী রাশিদুল ইসলাম বাদী হয়ে জেলার সন্ত্রাসবিরোধী বিশেষ ট্রাইব্যুনাল ও জেলা জজ আদালতের বিচারক মঞ্জুরুল ইমামের আদালতে ওই মামলা করেন। আদালত আবেদনটি আমলে নিয়ে সদর থানাকে এজাহার নথিভুক্ত করার নির্দেশ দেন। প্রেক্ষাপটে মেহেরপুরের বিভিন্ন স্থানে যৌথ বাহিনীর অভিযানে তাদের আটক করে। আটককৃতদের মেহেরপুর জেলা আদালতে পাঠানো হয়েছে।