চট্টগ্রামের বোয়ালখালীতে বাগীশিক শাকপুরা ইউনিয়ন সংসদ’র পক্ষ থেকে শ্রী শ্রী গিরিধারী গীতা শিক্ষালয়ে শিক্ষার্থীদের মাঝে শ্রীমদ্ভগবদগীতা প্রদান করা হয়েছে।
শুক্রবার (১০ অক্টোবর) সকাল ১০টায় বোয়ালখালী উপজেলার শাকপুরা শ্রী শ্রী জ্বালাকুমারী মন্দিরে এ শ্রীমদ্ভগবদগীতা প্রদান করা হয়।
এতে গীতানুরাগী রিমন দে এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, একুশে পদকপ্রাপ্ত উপমহাদেশের প্রখ্যাত ঢোলবাদক বিনয়বাঁশী জলদাস এর স্মরণে প্রতিষ্ঠিত (লোক সাংস্কৃতিক প্রতিষ্ঠান) বিনয়বাঁশী শিল্পীগোষ্ঠীর প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ও বোয়ালখালী প্রেসক্লাবের সদস্য শিল্পী ও সংগঠক কবি ও সাংবাদিক বিপ্লব জলদাস, আশীর্বাদক হিসেবে উপস্থিত ছিলেন শঙ্কর মঠ ও মিশন বোয়ালখালী উপজেলা কমিটির সাধারণ সম্পাদক ডাঃ মৃনাল কান্তি শীল, প্রধান ধর্মীয় আলোচক ছিলেন বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদের সাবেক সভাপতি শিক্ষক সত্যপ্রিয় শীল, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বাগীশিক বোয়ালখালী উপজেলা সংসদ এর সহ-সাংগঠনিক সম্পাদক পংকজ বসু, বাগীশিক শাকপুরা ইউনিয়ন সংসদের সহ-সভাপতি রুবেল চৌধুরী, অর্থ সম্পাদক রিমন দে, গীতা স্কুলের পরিচালক যিশুরাম বসু, গীতা স্কুলের শিক্ষিকা ঈশিতা দত্ত প্রমুখ।
এ সময় শ্রীশ্রী গিরিধারী গীতা শিক্ষালয়ের শিক্ষার্থীদের মাঝে ২০টি শ্রীমদ্ভগবদগীতা গ্রন্থ প্রদান করা হয়।

Discussion about this post