Print Date & Time : 11 May 2025 Sunday 3:25 am

ব্যাটারী চালিত রিক্সা ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদের মানব বন্ধন 

কুষ্টিয়া প্রতিনিধি: ব্যাটারী চালিত রিকশা -ভ্যান ও ইজিবাইক সংগ্রাম পরিষদ কুষ্টিয়া পৌর শাখার উদ্দ্যোগে সমাবেশ অনুষ্ঠিত হয়।

ট্রেড লাইসেন্স ফি ১০৫০ নির্ধারন সহ ৫দফা দাবীতে সমাবেশে সভাপতিত্ব করেন পৌর সংগ্রাম কমিটির সভাপতি নিজাম উদ্দিন। প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন সংগ্রাম কমিটির জেলা সভাপতি মোঃ আশরাফুল ইসলাম অন্যদের মধ্যে বক্তব্য রাখেন সংগ্রাম কমিটির সাধারন সম্পাদক মতিয়ার রহমান , জেলা শাখার সাধারন সম্পাদক ওহিদুজ্জামান,যুগ্মসম্পাদক আসলাম আলি জেলা ছাত্র প্রতিনিধি সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের জেলা সভাপতি লাবনী সুলতানা,শ্রমিক নেতা বাছের আলী ও সাহাজ্জুদি প্রমূখ।

সংহতি বক্তব্য রাখেন জেলা বাসদের আহবায়ক কমরেড শফিউর রহমান, ও শ্রমিক ফ্রন্টের সহ সভাপতি জামাল উদ্দিন খান। এসময় আন্দোলনকারীদের পাঁচ দফা দাবি তুলে ধরেন।

দাবি গুলি হলো- ইজিবাইকের এক হাজার পঞ্চাশ এবং রিক্সা-ভ্যানের পাঁচ’শ টাকা লাইসেন্স ফি করতে হবে, কর প্রদানকৃত এসব যাববাহনের নির্ধারিত ষ্ট্যান্ড দিতে হবে, বহিরাগতদের শহরে ভাড়া মারা বন্ধ এবং লাইসেন্স বিহীন ইজি বাইক রিক্সা ও ভ্যান শহরে চলাচল বন্ধ করতে হবে। 

এহ/03/10/24/ দেশ তথ্য