Print Date & Time : 3 August 2025 Sunday 8:28 pm

ব্রাজিলে বন্যা-ভূমিধসে নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক:
ব্রাজিলের রিও ডি জেনিরো রাজ্যে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যা ও ভূমিধসে শিশুসহ ১৪ জন নিহত হয়েছে।

শনিবার (২ এপ্রিল) দেশটির কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়েছে, রাজ্যটি গত কয়েক সপ্তাহ ধরে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কবলে পড়েছে। ভূমিধসের কারণে অনেক রাস্তায় গাড়ি চলাচল করতে পারছে না। ক্ষতিগ্রস্ত অঞ্চল থেকে উদ্ধারকারীরা এখন পর্যন্ত ১৪৪ জনকে নিরাপদে আনতে সক্ষম হয়েছে।

ব্রাজিলের বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাবে এরকম ঘটনা ঘটছে।

উল্লেখ্য, দেশটির পেট্রোপলিসে ফেব্রুয়ারি মাসে বন্যা ও ভূমিধসে অন্তত ২৪০ জনের মৃত্যু হয়েছে। সূত্র: রয়টার্স

দৈনিক দেশতথ্য//এল//