চট্টগ্রাম প্রতিনিধিঃ চট্টগ্রাম কর্ণফুলী উপজেলার পুরাতন ব্রিজঘাট থেকে ফিরিঙ্গবাজারের অভয়মিত্র খেয়া পারাপার ঘাটে ইঞ্জিন চালিত সাম্পানে তেলের দাম বৃদ্ধির অজুহাতে এখন ভাড়া যাত্রীপ্রতি ১৫ টাকা।
চট্টগ্রাম সিটি কর্পোরেশন পরিচালিত ঘাট হলে এ ভাড়া নির্ধারণ করেছেন সমিতির লোকজন। একই ভাবে অভয়মিত্র ঘাট থেকে এপারের পুরাতন ব্রিজঘাট আসাও ১৫ টাকা ভাড়া।
দীর্ঘদিন চলমান ১৩ টাকার ভাড়ায় তেলের দাম বৃদ্ধির অজুহাতে আবারো ৩ টাকা বেড়ে ১৫ টাকা করেছেন। কিন্তু সাধারণ যাত্রীদের কথা বিবেচনা করছে না সমিতির লোকজন? এ বিষয়ে মাঝিদের তোয়াক্কা নেই বলে অভিযোগ ওঠেছে।
সরেজমিনে তথ্য পাওয়া যায়, এপার থেকে ওপার। দৃশ্যমান ৪ মিনিটের নদী পথের ভাড়া এখন অঘোষিত ভাবে ১৫ টাকায় ঠেকেছে। কদিন আগে ১৩ টাকা ভাড়া থাকলেও সে সময় যাত্রীরা ২০ টাকা দিলে ভাংতির অভাবে ৫ টাকা ফেরত নিতে বাধ্য ছিলেন।
অধিকাংশ সাম্পান মাঝিরা ভাড়া তোলার সময় ভাংতি থাকলেও বের করে দিতেন না। কখনো উৎসব আয়োজন আসলেই বেকে বসেন মাঝিরা। আদায় করেন ২০ টাকা। নিরুপায় হয়ে সাধারণ যাত্রী ও মহিলারা এই নৈরাজ্যের শিকার হচ্ছেন বলে অভিযোগ রয়েছে।
জানা যায়, চরপাথরঘাটা ব্রিজঘাট সাম্পান চালক কল্যাণ সমিতির সদস্যরা যা বলেন মাঝিরা সেটাই করে থাকেন। মাঝিরা এ ছাড়া কারো কথা শোনতে চান না। আবার সাম্পান ভাড়ায় এই নৈরাজ্য বন্ধ করার জন্যও কেউ এগিয়ে আসছেন না। পুর্ব নির্ধারিত ভাড়ার চেয়ে ৫ থেকে ৩ টাকা বাড়তি ভাড়া আদায় করা হলেও সকলে নীরব ভূমিকা পালন করছেন।
উপজেলা প্রশাসন, নৌ পুলিশ কিংবা চরপাথরঘাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকেও কোন উদ্যোগ নিতে দেখা যায়নি।
প্রতিনিয়ত এ ঘাটে চলাচলকারী মোকারম হোসেন বলছেন, এখন তারা ১৫ টাকা নিচ্ছেন। এক লিটার তেলে ২/৩ বার আসা যাওয়া গেলেও মাঝিরা দাম বৃদ্ধি অব্যাহত রেখেছেন।’ স্থানীয় খোরশেদ আলম বলেন, ‘ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ১৫ টাকা হালাল চেষ্টা বন্ধ করা জরুরী।’
চরপাথরঘাটা ব্রিজঘাট সাম্পান চালক কল্যাণ সমিতির সভাপতি জাফর আহমদ বলেন, সামনে সমিতির বৈঠকে আমরা সিদ্ধান্ত নেব। নতুন করে ভাড়ার বিষয়ে।’
কর্ণফুলী নদী সাম্পান মাঝি কল্যাণ সমিতি ফেডারেশনের সভাপতি এস এম পেয়ার আলী বলেন, ‘দায়িত্বশীল হিসেবে ব্রিজঘাট সমিতির সভাপতি সম্পাদক কে অনুরোধ করব বৈঠকে নতুন সিদ্ধান্ত নিতে।’
উপজেলার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট পিযুষ কুমার চৌধুরী বলেন, ‘কিছুতেই সাধারণ যাত্রীদের হয়রানি করা যাবে না। যদি যাত্রীরা অভিযোগ করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে পদক্ষেপ নেওয়া হবে।
দৈনিক দেশতথ্য//এসএইচ//

Discussion about this post