Print Date & Time : 12 September 2025 Friday 8:19 pm

বড়লেখা সরকারি কলেজের নবাগত অধ্যক্ষের যোগদান

মৌলভীবাজারের বড়লেখা সরকারি কলেজের নবাগত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) হিসেবে যোগদান করলেন মো. নিয়াজ উদ্দিন।

বিদায়ী অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জায়েদ আহমদ তাকে দায়িত্ব হস্তান্তর করেন।

জানা গেছে, রবিবার দুপুর ১২ টায় বিদায়ী অধ্যক্ষ মো. জায়েদ আহমদ নবাগত অধ্যক্ষকে দায়িত্ব হস্তান্তর করেন।
এসময় কলেজের শিক্ষক ও কর্মচারীরা তাকে ফুলেল শুভেচ্ছা জানান। পরে তারা নবাগত অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দিনের নিকট হতে সরকারিভাবে যোগদানপত্র গ্রহন করেন। এসময় তিনি শিক্ষকদের সাথে বৈঠক করে প্রতিষ্ঠানটির একাডেমিক শিক্ষার মান উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

এদিকে কলেজের বিএনসিসি প্লাটুন বিদায়ী অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. জায়েদ আহমদক এবং নতুন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) মো. নিয়াজ উদ্দিনকে গার্ডঅফ অনার প্রদান করে।

মো. নিয়াজ উদ্দিন প্রভাষক হিসেবে কলেজে যোগদন করেন ১৯৯৩ সালে। পরবর্তীতে ১৯৯৮ সালের ১৬ সেপ্টেম্বর তৎকালীন বড়লেখা ডিগ্রি কলেজে (বর্তমান বড়লেখা সরকারি কলেজ) প্রভাষক হিসেবে যোগদান করেন। ২০১৫ সালে তিনি সহকারী অধ্যাপক পদে পদোন্নতি পান। শিক্ষকতার পাশপাশি তিনি লেখালেখি ও সৃজনশীল কাজের সাথে জড়িত আছেন।

দৈনিক দেশতথ্য//এইচ//