Print Date & Time : 12 September 2025 Friday 5:45 pm

ভাইয়ের হাতে ভাই খুন

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের জুড়ীতে জমি সংক্রান্ত বিরোধের জেরে ছোট ভাইদের হাতে আব্দুল হামিদ (৬০) নামে বড় ভাই নিহত হওয়ার খবর পাওয়া গেছে।

ঘটনাটি মঙ্গলবার সকাল সাড়ে ৯ টায় উপজেলার সাগরনাল ইউনিয়নের দক্ষিণ সাগরনাল গ্রামে ঘটেছে।
আব্দুল হামিদ ওই গ্রামের মৃত লতিফ আলীর পুত্র।

নিহতের পুত্র আপ্তাব আলী অভিযোগ করেন, তার বাবা দীর্ঘ ২৪/২৫ বছর প্রবাসে ছিলেন। তখন তার পাঠানো টাকায় চাচা ফারুক আহমদ ও অপর চাচা বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নের ছিদ্দেক আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল বেশ কিছু জমি ক্রয় করেন। সম্প্রতি তিনি দেশে আসলে উক্ত জমির ভাগ-বাটোয়ারা নিয়ে ভাইদের সাথে বিরোধ তৈরি হয়। এ নিয়ে আদালতে একটি মামলা হয় বিচারাধীন।

ঘটনার সময় আমার বাবা উনার নিজের জমিতে হালচাষ করতে গেলে চাচা ফারুক ও জলিল এবং তাদের চাচাতো ভাই আব্দুল খালিক হালচাষে বাঁধা দেন এবং এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ওরা আমার বাবাকে এলোপাতাড়ী কিল, ঘুষি ও বুকে-পিঠে লাথি মারতে থাকেন। তখন ঘটনাস্থলেই আমার বাবার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জুড়ী থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী আইনত ব্যবস্থা নেয়া হবে।

দৈনিক দেশতথ্য// এইচ//