শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট থেকে:
জেলার হাতীবান্ধার পাটিকাপাড়া ইউনিয়নের উত্তর পারুলিয়া গ্রামের ভাতিজার লাঠির আঘাতে চাচি আরজিনা বেগম(৫৭) মারা গেছেন।
রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন অবস্থায় তিনি আজ দুপুরে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন।
জানা গেছে , ইদুল আজহার আগের দিন পারিবারিক বিরোধের জের ধরে উত্তর পারুলিয়া গ্রামের (দুই নং ওয়ার্ডের বাসিন্দা) মোঃ রফিকুল ইসলামের পুত্র রিপন মিয়া(১৮) তার চাচি আরজিনা বেগম(৫৭) কে লাঠি দিয়ে মাথায় আঘাত করে। এসময় সে গুরুতর আহত হলে তাকে প্রথমে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করায়। সেখানে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলে। কিছুটা সুস্থতা হলে তাকে তিন দিন হয় বাড়িতে নিয়ে আসে। পহেলা জুলাই সোমবার হঠাৎ পুনরায় অসুস্থ হয়ে আরজিনা বেগম (৫৭) মারা যায়। সে একই গ্রামের গোলাপ মিয়ার স্ত্রী।
এদিকে এ মৃত্যুর ঘটনায় নিহতের ভাই সিরাজুল ইসলাম হাতীবান্ধা থানায় একটি অভিযোগ দায়ের করেছে। সিরাজুল ইসলাম জানান, হাতীবান্ধা থানায় লিখিত অভিযোগ গ্রহন করেনি। তাকে ফিরিয়ে দিয়েছে। উল্টো রিপনের বাবা রফিকুল ইসলামের একটি অভিযোগ নিয়েছে। ভাই ভাতিজার বিষয় তাই পারিবারিক ভাবে হত্যার ঘটনা ধামাচাপা দেয়ার চেষ্টা করছে একটি প্রভাবশালী রাজনৈতিক মহল। সিরাজুল ইসলাম তার বোন হত্যার বিচার চায়।
এ বিষয়ে হাতীবান্ধা থানার ওসি সাইফুল ইসলাম বলেন, মৃত্যু ঘটনা শুনে ঘটনাস্থলে একজন সাব ইন্সেপেক্টর পাঠিয়েছি। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ওসি বলেন মামলা দুইদিন পরও দিতে পারবে।
নিজস্ব প্রতিবেদক
দৈনিক দেশতথ্য//এইচ//

Discussion about this post