লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটে পাটগ্রাম সীমান্তে ভারতে তথ্য পাচার সন্দেহে আরিফুল ইসলাম আরিফ সাবু (২৪) ও মোতাহারুল ইসলাম (৪৫) নামে দুই বাংলাদেশি যুবককে আটক করেছে বিজিবি।
বুধবার (২ অক্টোবর) সকালে পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ ( তদন্ত) পিএম মামুন রশিদ বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে মঙ্গলবার (১ অক্টোবর) ভোরে উপজেলার দহগ্রাম ইউনিয়নের গুচ্ছগ্রাম লোটারীপাড়া সীমান্ত মেইন পিলার ডিএএমপি ৮/১২ এস এলাকা থেকে তাদেরকে আটক করা হয়।
আটক যুবকরা উপজেলার দহগ্রাম লোটারীপাড়া এলাকার মোজাহারুল ইসলাম (৪৫) ও আরিফুল ইসলাম (২৩)
বিজিবি সুত্রে জানা গেছে, রংপুর ব্যাটালিয়ন (৫১ বিজিবি) এর পানবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ ওয়াহেদুজ্জামান এর নেতৃত্বে পানবাড়ী ও দহগ্রাম বিওপির বিশেষ টহলদলের সমন্বিত ভাবে (০১ অক্টোবর) ভোরে দহগ্রাম বিওপির দায়িত্বপূর্ণ এলাকার গুচ্ছগ্রাম নামক স্থানে আরিফুল ইসলাম ও মোজহারুল ইসলামকে আটক করা হয় এবং পরবর্তীতে রংপুর ৫১ বিজিবির উপ-অধিনায়ক উপ-অধিনায়ক মেজর আব্দুল্লাহ আল আজিম এবং এনায়েত উল্লাহ, দহগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্য দ্বয়ের উপস্থিতে জিজ্ঞাসাবাদে ওই যুবকের বিরুদ্ধে তথ্য পাচারকারী (ডুয়েল ইনফারমার) ও সীমান্ত সংক্রান্ত অপরাধের সংগে জড়িত থাকায় তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে বিজিবি।
বিষয়টি নিশ্চিত করেন পানবাড়ী কোম্পানী বিজিবি ক্যাম্পের কম্পানি কমান্ডার সুবেদার মোঃ ওয়াহেদুজ্জামান।
এ বিষয় পাটগ্রাম থানার ওসি (তদন্ত) পিএম মামুনুর রশিদ, বিজিবি দুই জনের নামে মামলা করে আটকদের থানায় হস্তান্তর করেছে। বুধবার আসামিদেরকে লালমনিরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
হা/02/1024 dtbangla
প্রিন্ট করুন
Discussion about this post