ভারতের ক্ষমতাসীন দল বিজেপি মুখপাত্র নুপুর শর্মা এবং নবীন কুমার জিন্দাল কর্তৃক হযরত মুহাম্মদ (সা.) এর অবমাননা ও কটুক্তির প্রতিবাদে বিশাল বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। প্রতিবাদ সমাবেশে বাংলাদেশে আসা ভারতের সকল পন্য বর্জন এবং বাংলাদেশ থেকে ভারতের হাইকমিন প্রত্যাহার করে নেওয়ার জন্যর সরকারের নিকট জোর দাবী জানানো হয়। আজ শুক্রবার (১০ জন) বাদ জুমা তৌহিদি জনতার আয়োজনে কয়েক হাজার মুসুল্লি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।
মির্জাপুর থানা জামে মসজিদের খতিব হযরত মাওলানা কারী ফরিদ হোসাইন জানান, বাদ জমা মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদ, মির্জাপুর থানা মসজিদ, বাইমহাটি জামে মসজিদ ও বংশাই জামে মসজিদের কয়েক হাজার ধর্মপ্রান মুসুল্লি বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে অংশ নেয়।
এদিকে বিক্ষোভ মিছিলটি শহরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে পুরাতন বাস স্ট্যান্ডের মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সামনে প্রতিবাদ সমাবেশ করে। প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মির্জাপুর সরকারী কলেজের সাবেক ভিপি আবু আহমেদ, মির্জাপুর সরকারী কলেজের সাবেক অধ্যক্ষ ও মির্জাপুর কেন্দ্রীয় মসজিদের সাদারন সম্পাদক মো. সালাউদ্দিন আহমেদ বাবর, মির্জাপুর কেন্দ্রীয় জামে মসজিদের খতিব হযরত মাওলানা সালাউদ্দিন আশরাফি এবং মির্জাপুর থানা জামে মসজিদের খতিব হযরত মাওলানা ফরিদ হোসাইন প্রমুখ। প্রতিবাদ সামবেশে হযরত মুহাম্মদ (সা.) এর অবমাননা ও কটুক্তিকারী ভারতের ক্ষমতাসীন দল বিজেপি মুখপাত্র নুপুর শর্মা এবং নবীন কুমার জিন্দালকে দৃষ্টান্ত মুলক শাস্তি দেওয়ার দাবী জানানো হয়েছে। সেই সঙ্গে বাংলাদেশে আসা ভারতের সকল পন্য বর্জন এবং বাংলাদেশ থেকে ভারতের হাইকমিনকে প্রত্যাহার করে নেওয়ার জন্য সরকারের নিকট জোর দাবী জানানো হয়।
এবি//দৈনিক দেশতথ্য//জুন ১০,২০২২//
![প্রিন্ট করুন প্রিন্ট করুন](http://dailydeshtottoh.com/wp-content/plugins/wp-print/images/printer_famfamfam.gif)
Discussion about this post