Print Date & Time : 22 August 2025 Friday 8:25 am

ভারতে যাওয়ার সময় দালালসহ আটক, ১০

শেখ জাহাঙ্গীর আলম শাহীন, লালমনিরহাট:
লালমনিরহাটের আঙ্গরপোতা-দহগ্রাম সীমান্তে ও নীলফামারী জেলার ডিমলা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ১০ জনকে আটক করা হয়েছে।

শুক্রবার আঙ্গরপোতা সীমান্তে আটককৃতরা হলেন, দালালচক্রের সদস্য মোঃ বেলাল হোসেন (৩২)। সে দহগ্রাম সীমান্তের রহিদুল ইসলামের পুত্র।
অন্যান্যরা হলেন, সিরাজগঞ্জ সদরের চিরাতন ঘোষের ছেলে শ্রীঃ মানিক ঘোষ (৩৭), মানিক ঘোষের স্ত্রী পুজা সাহা (৩০), মানিক ঘোষের মেয়ে নমরোতা ঘোষ (১২) ও পূজিতা ঘোষ (৩) এবং বাদল চন্দ্রের স্ত্রী অনিকা ঘোষ (৫৮)। ডিমলা সীমান্তে আটকরা হলেন, দিনাজপুরের খানসামা উপজেলার খামারপাড়া গ্রামের প্রমদ চন্দ্র রায়ের ছেলে শ্রী খনিজ চন্দ্র (২৬), দুর্গা রায়ের ছেলে তপন রায় (২১), মিলন চন্দ্রের ছেলে ছন্দ রায় (২১) এবং কৃষ্ণচন্দ্র রায়ের ছেলে রঞ্জিত রায় (১৭)। রংপুর ৫১ বিজিবি’র কমান্ডার আটককৃতদের পাটগ্রাম ও ডিমলা থানা পুলিশের কাছে সোপর্দ করেছে। পুলিশ তাদের শনিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়েছেন।
৫১ বিজিবি সূত্রে জানা গেছে, গতকাল শুক্রবার দুপুরে লালমনিরহাটের গোল্পেরটারী নামক স্থানে দালাল সহ ৬ জন কে আটক করে। পৃথক একটি অভিযানে গতকাল রাতে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে নীলফামারীর ডিমলা উপজেলার নামাজীপাড়া সীমান্ত থেকে ৪ জন বাংলাদেশীকে আটক করে। তারা অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টার সময় সীমান্তরক্ষী বাহিনী আটক করে।
রংপুর ৫১ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ সেলিম আলদীন (পিএসসি) জানান, আটককৃতদের থানা পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে।