Print Date & Time : 12 September 2025 Friday 3:52 pm

ভারত থেকে অনুপ্রবেশকালে রোহিঙ্গা আটক

ভারত থেকে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশের সময় মৌলভীবাজারের বড়লেখার বড়াইল সীমান্ত এলাকা থেকে মো. আইয়ুব (২৫) নামে এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি।
গতকাল শনিবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে তিনটার দিকে তাকে আটক করা হয়।
আইয়ুব কক্সবাজার জেলার উখিয়া কুতুপালং শরনার্থী শিবিরের বাসিন্দা আমির সাধুর ছেলে।
রোববার (১০ সেপ্টেম্বর) সকালে তাকে পুলিশি স্কটের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়েছে।
বিজিবি সূত্র জানিয়েছে, উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির লাতু বিজিবি’র টহল কামান্ডার শহিদুল ইসলামের নেতৃত্বে বিজিবি সদস্যরা শনিবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে সীমান্ত এলাকায় টহল দিচ্ছিল।
এসময় একজন লোক ভারত থেকে অবৈধভাবে অনুপ্রবেশ করে বাংলাদেশের অভ্যন্তরে বড়াইল এলাকায় ঘুরাফেরা করছিল। রাত আনুমানিক ৩টার দিকে বিজিবি সদস্যরা ওই যু্বককে আটক করে।

দৈনিক দেশতথ্য//এইচ/