আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।
রবিবার (১৫ সেপ্টেম্বর) সকালে এলাকাবাসী দেখতে পেয়ে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ভালুকা মডেল থানা পুলিশ। উপজেলার ধীতপুর ইউনিয়নের রান্দিয়া ব্রিজের সামনে রাস্তার পাশ থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ শাহ মোঃ কামাল আকন্দ জানান, খবর পেয়ে লাশ উদ্ধার করে থানা মর্গে রাখা হয়েছে।
প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে লাশটি অটো চালকের। অটো ছিনিয়ে নিতেই খুন করা হয়েছে বলে মনে হচ্ছে। পিবিআই টিম আসলে ফিঙ্গার প্রিন্ট নিয়ে পরিচয় পাওয়া যাবে। ময়নাতদন্তের তদন্তের পরে বিস্তারিত জানা যাবে।
Discussion about this post