Print Date & Time : 25 August 2025 Monday 10:29 am

ভালুকায় কলেজের নবীন বরণ

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকা উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা স্কুল এন্ড কলেজের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনীর উদ্বোধনী ক্লাস ও নবীন বরণ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (০৮আগষ্ট) সকালে উপজেলার হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মো. নূরুল ইসলাম মানিকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ-সম্পাদক, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য, হবিরবাড়ী ইউনিয়ন যুবদলের সভাপতি আলহাজ্ব আবু সাঈদ জুয়েল।

এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, হবিরবাড়ী ইউনিয়ন সোনার বাংলা স্কুল এন্ড কলেজের সহকারী প্রধান শিক্ষক জায়েদা আক্তার, শিক্ষক প্রতিনিধি মো. আরিফ হোসেন, সহকারী শিক্ষক সুলতান উদ্দিন, আফাজ উদ্দিনসহ সকল শিক্ষক শিক্ষিকা বৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের একাদশ শ্রেনীর শিক্ষার্থীদেরকে ফুল দিয়ে বরণ করে ক্লাসের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি আলহাজ্ব আবু সাঈদ জুয়েল।

দেশতথ্য//এইচ//