Print Date & Time : 5 July 2025 Saturday 2:20 pm

ভালুকায় গণপরিচ্ছন্ন করণ ও বৃক্ষরোপণ অভিযান

আবুল বাশার শেখ, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ভালুকায় গণপরিচ্ছন্ন ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়েছে। শনিবার (৩মে) সকালে উপজেলা পরিষদের সামনে থেকে এ পরিচ্ছন্ন কর্মসূচি শুরু করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ।

উপজেলা প্রশাসনের আয়োজনে পরিচ্ছন্ন ও বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেয় ভালুকার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক রকিবুল হাসান খান রাসেল, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নির্বাহী কমিটির সদস্য মোস্তাফিজুর রহমান মামুন, জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক কায়সার আহাম্মেদ কাজল, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহবায়ক তিয়াস মাহমুদ শুভ, উপজেলা ক্রিড়া সংস্থার সদস্য রাফি উল্লাহ চৌধুরী সহ নেতৃবৃন্দ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসান আব্দুল্লাহ আল মাহমুদ বলেন- আসুন আমরা সকলে মিলে মিশে কাজ করে আমাদের চারপাশের পরিবেশটাকে সুন্দর করি এবং সুন্দর বাংলাদেশ গড়ি।